বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুপুরে ঘোষণা, বিকেলেই খুলনায় বেড়ে গেল সয়াবিন তেলের দাম। খুলনার বড়বাজার, সন্ধ্যাবাজার, দৌলতপুর বাজার ও চিত্রালী বাজার ঘুরে দেখা গিয়েছে সকালে সয়াবিন তেল বিক্রি হয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা দরে। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছিল ৬২৫ টাকা। বিকাল নাগাদ বাজারগুলোতে সয়াবিন প্রতি লিটার ১৪০ টাকায় বিক্রি শুরু হয়। যদিও বাণিজ্য মন্ত্রণালয় সোমবার প্রতি লিটার সয়াবিন ১৩৯ টাকা নির্ধারণ করেছে। ৫ লিটার বিক্রি হচ্ছে ৬৬০ থেকে ৬৬৫ টাকায়।
খুলনার চিত্রালী বাজারের খুচরা তেল বিক্রেতা মুন্সি আমিনুল ইসলাম জানিয়েছেন, বাজারে তেল সংকট রয়েছে। মিলগুলো থেকে তেল ঠিকমত পাওয়া যাচ্ছে না। তাছাড়া সরকারও তেলের দাম বাড়িয়েছে। তাই আমরা বেশী দামে বিক্রি করছি।
তবে এ অভিযোগকে মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন, দোকানগুলোতে চোখ রাখলেই বোঝা যায় পণ্য সংকট রয়েছে কী না। তাছাড়া এখন তারা যে তেল বিক্রি করছেন তা সরকারের ঘোষণার আগে দোকানে তুলেছেন। রমজানের আগে সয়াবিনের দাম অরেক দফা বাড়ানোতে ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
খুলনা ভোক্তা আন্দোলনের সহ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কোনো কারণ ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে ক্রেতা সাধারণের ভোগান্তি আরো বাড়বে। সরকারের বিষয়টি বিবেচনা করা উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।