পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে গতকাল রোববার পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৮৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ প্রফেসর ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন। গতকাল করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন।
দেশে গত ৭ ফেব্রæয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গতকাল ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৯৫৮ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৯৩৫ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৯৩৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৫৬ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৭০১ জন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।