রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুরের শ্রীপুরে শিলা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিলা আক্তার ওই এলাকার শাহাবুদ্দিনের মেয়ে এবং তার মাতা মারজিয়া খাতুন স্থানীয় সাগরিয়া বালিকা দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত এবতেদায়ী প্রধান ছিলেন।
গতকাল রোববার সকালে শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পরপরই নিহতের স্বামী মজনু মিয়া ডাক্তার আনার কথা বলে আর ফিরে আসেনি।
নিহতের ৮ বছরের মেয়ে মম জানায়, গত রাতে তার বাবা-মা পারিবারিক বিষয় নিয়ে তার বাবার সাথে ঝগড়া করে এবং তার বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার মা জ্ঞান হারিয়ে ফেললে সে ও তার বাবা পাশের বাড়ি থেকে নানীকে ডেকে আনার পর তার মায়ের লাশ ফেনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শ্রীপুর থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সুরতহাল রিপোর্টে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।