Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া-রাজবাড়ীতে ১৮টি ইউনিটে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৫:৫৮ পিএম

বগুড়া ও রাজবাড়ী জেলায় ১৮টি ইউনিটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলায় ১৩টি ও রাজবাড়ী জেলায় ৫টি ইউনিট। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে জেলার ১৩ টি ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়। অপর এক সভায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলার ৫টি ইউনিট কমিটি অনুমোদন করেন।

বগুড়া জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ :

গাবতলী উপজেলা : আহবায়ক- মো. রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব- মো. সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠা-ু, মো. পারভেজ পশারী নাইস, মো. আরাফাতুর রহমান, মো. সোহেল মন্ডল, মো. ইলিয়াছ মাহমুদ, মো. নিহাত আনোয়ার বাদল, মো. শহিদুল ইসলাম স¤্রাটসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

গাবতলী পৌর : আহবায়ক- মো. পবন সরকার, সদস্য সচিব- মো: আব্দুর রহমান লেমন, যুগ্ম আহবায়ক- মো. নুবুল্লাহ মো. রকি আহম্মেদ, মো. সোহেল রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. বিপ্লব সরকারসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

শেরপুর উপজেলা: আহবায়ক- শাহ্ মো. কাওসার আলী (কলিন্স), সদস্য সচিব- মো. দুলাল শেখ, যুগ্ম আহবায়ক- মো. তাহেরুল ইসলাম সরকার, মো. রাসেল মাহমুদ, মো. এনামুল হক লায়ন, মো. শুয়াইব আহম্মেদ (চপল), মো. আব্দুল আলীম, মো. মিলন হাসান, মো. রাজু আহম্মেদ, মো. শাকিবসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

শেরপুর পৌর: আহবায়ক- মো. হাফিজুল আসিফ (শাওন), সদস্য সচিব- মো. নাসিম সরকার (সাদ্দাম), যুগ্ম আহবায়ক-মো- বেল্লাল হোসেন, মোঃ ইমরান খাঁন, মো. জাহিদুল ইসলাম (জাহিদ), মো. ফয়সাল আল-মনির (অভি), মো. সাইদুল ইসলাম সরদার, নিতাই চন্দ্র দাস, মো. লিটন শেখসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

শিবগঞ্জ উপজেলা: আহবায়ক- মো. এবিএম মাসুদ রানা মাছুম, সদস্য সচিব- মো. রায়হানুল হক রনি, যুগ্ম আহবায়ক- মো. শহিদুল ইসলাম, মো. খোরশেদ আলম কাজল, মো. মেহেদী হাসান, মো. শাহিনুর ইসলাম মন্ডল, মো. রাকিবুল হাসান তালুকদার, মো. আব্দুল্লাহ যোবায়ের, মো. ছারোয়ার আলম রওশনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

শিবগঞ্জ পৌর : আহবায়ক- মো:জুয়েল হোসেন বাপ্পি, সদস্য সচিব- মো. মেহেদী হাসান মেহেদী, যুগ্ম আহবায়ক- মো. আরিফুল ইসলাম জনি, মো. আব্দুল বারিক মোল্লা, মো. আইয়ুব কাজী, মো. মহিনুর ইসলাম, মো. রবিউল ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

দুপচাঁচিয়া উপজেলা : আহবায়ক- মো. আব্দুর রাজ্জাক সাকিদার, সদস্য সচিব- মো. আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক- মো. রেজুয়ান ইসলাম রনি, আবু নছর মো. আব্দুল হাই, মো. মর্তুজা আলী, মো. ফরিদুল ইসলাম, মো. আবু হুরায়রা, মো. আব্দুর রাজ্জাক, মো. মন্টু প্রাংসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

দুপচাঁচিয়া পৌর : আহবায়ক- মো. ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব- মো. মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক- মো. আবুল কালাম আজাদ, মো. মাহমুদুল হাসান তালুকদার, মো. ওমর ফারুক, মো. রাজ্জাকুল ইসলাম, মো. গোফ্ফার আলীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

ধুনট উপজেলা : আহবায়ক- মো. আলফিজুর রহমান স্বপন, সদস্য সচিব- মো. মাহবুবু উল হক রঞ্জু, যুগ্ম আহবায়ক- মো. মিনহাজ উদ্দিন মিঠু, মো. আশিক আহম্মেদ, এসএম আতিকুর রহমান শিতল, মো. রাজিব উদ্দিন, মো. রাছেল রানা স¤্রাট, মো. দেলোয়ার হোসেন শ্যামল, মো. মাসুদ রানাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ধুনট পৌর : আহবায়ক- মো. আরাফাত রহমান জনি, সদস্য সচিব- মো. রাজু মিয়া, যুগ্ম আহবায়ক- মো. মোশারফ হোসেন, মো. লিখন মিয়া, মো. ফরহাদ হোসেন, মো. শামীম আহম্মেদ সবুজ, মো. রাকিবুল হাসান মিশুসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

শাজাহানপুর উপজেলা : আহবায়ক- মো. আজাদুল ইসলাম (আজাদ), সদস্য সচিব- মো. হাসান আকন্দ, যুগ্ম আহবায়ক-মো. কামরুল হাসান (মোমিন), মো. রিয়াজুল ইসলাম (সবুজ), মো. মোনোয়ার হোসেন (টোটন), মো. আরমান হোসেন (রকি), মো. মেহেদী হাসান রতন, মো. শফিকুল ইসলাম, মো. জোবেয়ার হোসেন (জুয়েল) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

আদমদিঘী উপজেলা : আহবায়ক- মো. রুহুল আমিন, সদস্য সচিব- মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক- মো. জিল্লুর রহমান, মো. সুরুজ দেওয়ান, মো. আব্দুর রউফ, মো. শরিফুল মোল্লা, মো. বাবলু রহমান, মো. সাজেদুর রহমান তালুকদার, মো. আসলাম মন্ডল সোহাগসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

সান্তাহার পৌর: আহবায়ক- মো. মানিক হোসেন, সদস্য সচিব- মো. সাব্বির আহমেদ (লিয়ন), যুগ্ম আহবায়ক- মো. সাগর হোসেন, মো. মোনায়েম হোসেন (রকেট), মো. রুবেল ইসলাম, মো. সাব্বির আহমেদ, মো. সবুজ হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

রাজবাড়ী জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ :

গোয়ালন্দ উপজেলা : আহবায়ক- ইয়াহিয়া খান এহিয়া, সদস্য সচিব-আবু সাঈদ মন্ডল, যুগ্ম আহবায়ক- কাজী মনির, শিমুল খান, রফিকুল ইসলাম, রুবেল শেখ, আতিকুর রহমান, রাসেল মাহমুদ, শেখ ফরিদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

গোয়ালন্দ পৌর : আহবায়ক- আমিরুল ইসলাম, সদস্য সচিব- মো. নওশাদ মিয়া, যুগ্ম আহবায়ক- নজরুল ইসলাম শেখ, তানভীর ইসলাম সজীব, সুবল ঘোষ, মো. সবুজ, রফিক সরদারসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

বালিয়াকান্দি উপজেলা : আহবায়ক- মো. সজল আহমেদ, সদস্য সচিব- রফিকুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক- ফিরোজ মাহামুদ, মো. আলিম জোয়াদ্দার, জাহিদ হাসান ইসা, শামীম আহম্মেদ, বাবুল আক্তার, উজ্জল মন্ডলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

পাংশা উপজেলা : আহবায়ক- মোহাম্মদ সেলিম মিয়া, সদস্য সচিব- মো. শহিদুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক- মাহাবুবুর রহমান, মো. আলহাজ¦, আবু সাইদ জুয়েল, রুবেল মাহমুদ, মো. নুরুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

কালুখালী উপজেলা : আহবায়ক- মনিরুল ইসলাম, সদস্য সচিব- মো. জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক- মো. রফিকুল ইসলাম, হামিদ পাটোয়ারী, আলমগীর হোসেন, হানিফ উদ্দীন খান, আনোয়ার হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীন্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ