Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও পৌরসভায় নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৪:৫৯ পিএম

ঠাকুরগাঁও পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বিদায়ী পরিষদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে রোববার পৌরসভার সম্মেলন কক্ষে এ দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পণ করেন। একই সাথে নব নির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে বক্তব্য দেন বিদায়ী মেয়র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার সচিব রাশেদুর রহমান, প্রকৌশলী বেলাল হোসেনসহ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ। এ সময় নব নির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে ফুলের তোড়া হাতে দিয়ে আনুষ্ঠানিক বিদায় জানান। পরে পৌরসভা চত্ত্বরে সৃধিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন তাকে অভিনন্দন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ