Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের মণিরামপুরে তিন শিশুর বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

অভিযুক্তরা পিতা মাতাসহ গ্রাম ছেড়ে পালিয়েছে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ২:৩৬ পিএম

যশোরের মণিরামপুরে হাত, পা ও মুখ চেপে ধরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত তিন শিশু ও তাদের পিতা মাতা গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।

পুলিশসূত্রে জানা গেছে, শনিবার রাতে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা মোঃ নুরুন্নবী। ঘটনাটি ঘটে ওইদিন দুপরে উপজেলার পলাশী পশ্চিমপাড়ার বাগানে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম রোববার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে তাদের পিতা ও মাতাসহ।

জানা যায়, একই গ্রামের তিন শিশু খায়রুল, মামুন ও রনি যৌথভাবে খেলার নাম করে গ্রামের একটি শিশুকে ডেকে নিয়ে হাত পা মুখ বেধে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় বাগানের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। শিশুদের ধস্তাধস্তির শব্দ পেয়ে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরমুহূর্তে আশেপাশের লোক জড়ো হয়। ভিকটিমের পিতা রাতে থানায় গিয়ে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ