রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি ও সাবেক ছাত্রনেতারা।
গতকাল শনিবার সকাল ১১টায় পৌর শহরের বাশার মার্কেটে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন।
সংবাদ সম্মেলনে সাবেক এই ছাত্রনেতা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রহনী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু সাম্প্রতিক সময়ে ছাত্রদলের নেতৃবৃন্দরা গঠনতন্ত্রকে উপেক্ষা করে অনৈতিক সুবিধা নিয়ে অগণতান্ত্রিকভাবে অছাত্র ও সমাজের দুস্কৃতিকারীদের দ্বারা ছাত্রদলের কমিটি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী, অছাত্র মটরমিস্ত্রি লেদমিস্ত্রি দ্বারা দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলান মো. নবীউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি আবু ফরহাদ বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মখলেছার রহমান নবাব, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলওয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও কামরুল হাছান কামেল।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।