Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

গোসল করতে নেমে শিশুর মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামে হাসিবুল (১০) নামে এক শিশুর গত শুক্রবার দুপুরে পুকুরে গোসলের সময় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। মো. হাসিবুল ইসলাম দক্ষিণ গোলবুনিয়া সিদ্দিকিয় হাফিজি মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. জাহিদুল ইসলামের ছেলে। জানা যায়, পুকুরে গোসল করার সময় হাসিবুলের শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাফা কেজি স্কুলের ছাত্র হাসিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার স্বজন, সহপাঠি ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রসঙ্গত, হাসিবুল ইসলাম নাজিরপুর উপজেলার বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবীদ হাফেজ হাবিবুল্লাহ বেলালীর ভাতিজা এবং মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলের চাচাতো বোনের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ