Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশগামীদের করোনা পরীক্ষা ৫৪ হাসপাতালে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ থেকে বিমানপথে বিদেশগামীদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করাতে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৪টি কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে সরকার। এসব কেন্দ্রে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে। বিদেশগামীদের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের তৈরি নির্দিষ্ট ফরম্যাটে সনদ ইস্যু করতে হবে। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে ফি দিতে হবে এক হাজার ৫০০ টাকা। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা করাতে লাগবে ৩ হাজার টাকা।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি) ডা. মারুফুর রহমান অপু এ তথ্য জানান। তিনি বলেন, বিদেশগামী যাত্রীদের দেশের সরকারি ২০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং বেসরকারি ৩৪টি কেন্দ্রে করোনা পরীক্ষা করানো হচ্ছে। এসব কেন্দ্রে এসে সহজেই নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে পরীক্ষা করানো যাবে।

তিনি জানান, এসব যাত্রীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হয়। এ সময় সঙ্গে পাসপোর্ট ও টিকেটের অনুলিপিও দিতে হয়। এছাড়াও মূল পাসপোর্ট ও টিকেট দেখাতে হয়। নমুনা পরীক্ষা করে যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেয়া হয়।
জানা গেছে, মহামারি করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে আটকা পড়েছেন অন্তত দেড় লাখ বাংলাদেশি। তাদের ফেরার ক্ষেত্রে ‘করোনাভাইরাসমুক্ত’ সনদ থাকা বাধ্যতামূলক করে দেয় বিভিন্ন দেশ।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক আপডেটে বলা হয়েছে, বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০ হটলাইন নাম্বারগুলোতে।
বিদেশগমনেচ্ছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ দেয়ার জন্য আইইডিসিআর ও সরকারি কর্মচারী হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটে নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

যেসব সরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করা যাবে- ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, আগারগাঁও ঢাকা, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি), চট্টগ্রাম, রাজশাহী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া, ন্যাশনাল পোলিও মিজেলস ল্যাবরেটরি (এনপিএমএল)- আইপিএইচ, মহাখালী, ঢাকা, রোগতত্ত¡ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর মহাখালী, ঢাকা, জাতীয় প্রতিষেধক ও সামাজিক প্রতিষ্ঠান-নিপসম, মহাখালী, ঢাকা, শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ।

বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি) মহাখালী, ঢাকা, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, সোবহানবাগ, ঢাকা, ল্যাব এইড লি. ধানমন্ডি, ঢাকা, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা, আইদেশী, মহাখালী, ঢাকা, পপুলার ডায়াগনস্টিক, সেন্টার, ধানমন্ডি, ঢাকা, স্কয়ার হাসপাতাল, পান্থপথ, ঢাক, এভার কেয়ার হাসপাতাল, বসুন্ধরা, ঢাকা, প্রাভা ডায়াগনস্টিক, বনানী, ঢাকা, ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা, গুলশান ক্লিনিক, গুলশান, ঢাকা, স্টীমজ হেলথ কেয়ার বিডি লি, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, নেভাস ক্লিনিক রিসার্চ সার্ভিসেস লি., ঢাক, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রায়াতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর, ঢাকা, অলোক হেলথ কেয়ার লিমিটেড, ঢাকা, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বসুন্ধরা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা, ডিএনএ সলিউশন লিমিটেড, ঢাকা, বায়োমেড ডায়াগনস্টিকস, ঢাকা, ডায়নামিক ল্যাব, ঢাকা, বিআরবি হাসপাতাল লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, প্রেসক্রিপশন পয়েন্ট, বাড্ডা, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল, ঢাকা, সিম্যান্তিক প্যাথলজি এবং ডায়াগনস্টিক সেন্টার, শেভরন ক্লিনিকাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেড, চট্টগ্রাম, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাজিতপুর, কিশোরগঞ্জ এবং এ এম জেড হাসপাতাল লি.।



 

Show all comments
  • Ali Hossain Liton ১৩ মার্চ, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    kato taka lage test korte?
    Total Reply(0) Reply
  • DrMd Farid Uddin ১৩ মার্চ, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    এখানেও না আবার টেস্ট জালিয়াতি করা হয়, সন্দেহ ঢুকে গেছে অন্তরে। তাহলে মনে করবো দেশটা রসাতলে গেলো বলে। আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুক।
    Total Reply(0) Reply
  • Ali Hossain ১৩ মার্চ, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    কিছু দিন আগেও বলছে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে আর এই রেমিট্যান্স বৃদ্ধি করা লোক গুলো থেকে টাকা না নিলে সরকার দেশ অচল হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Prio Rhs ১৩ মার্চ, ২০২১, ১:০০ এএম says : 0
    Ctg te jeno 24 hours modde report de
    Total Reply(0) Reply
  • Ajmal Hossin Mazi ১৩ মার্চ, ২০২১, ১:০০ এএম says : 0
    ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply
  • Md Monir ১৩ মার্চ, ২০২১, ১:০০ এএম says : 0
    আবুধাবিতে ৫ মিনিটে রিপোর্ট দিয়ে দেয়, ঐ মেসিন গুলো কি আমাদের দেশে আমদানি করতে পারে না।শুধু চুরি করে জানে।
    Total Reply(0) Reply
  • Zahurul Haque Salim ১৩ মার্চ, ২০২১, ১:০১ এএম says : 0
    It's too Expensive
    Total Reply(0) Reply
  • আব্দুল আহাদ ৫ জুন, ২০২১, ৮:৩৬ পিএম says : 0
    প্রেসক্রিপশন পয়েন্ট, বাড্ডা এখানে কি বিদেশি যাত্রীদের টেষ্ট করা হয়, এটা কি ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ