বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জীবদ্দশায় নিজেরই নির্ধারিত করে রেখে যাওয়া জায়গায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেট-৩ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। গতকাল বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদের লাগোয়া কবরস্থানে সামাদ চৌধুরীর লাশ দাফন করা হয়।
বিকেল সোয়া ৫ টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে মাহমুদ উস সামাদ চৌধুরী নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন- সিলেট ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সার্কেল এসপি, জকিগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কুলাউরার উপজেলা চেয়ারম্যানরা, সিলেট জেলা, মহানগর, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ ইউএনও, এসিল্যান্ড, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বালাগঞ্জের ইউপি চেয়ারম্যানরা, ফেঞ্চুগঞ্জের সব দলের রাজনৈতিক নেতাকর্মী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতি আরো অনেকে। এর আগে লাশ বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি সকাল ১২ টায় ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বড়বাড়িতে (ফারজানা-মাহমুদ ভিলায়) নেয়া হয়।
পরে বিকেল সোয়া ৪টার দিকে ফারজানা-মাহমুদ ভিলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর চোখের অশ্রুধারা মাড়িয়ে সামাদ চৌধুরীকে কাধে করে বয়ে নিয়ে যাওয়া হয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে। উল্লেখ্য, সামাদ চৌধুরী এমপি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।