Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের অভয়নগরে মেম্বার নূর আলী হত্যায় জড়িত দুইজন অস্ত্রসহ আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৬:৩৪ পিএম

মোবাইলের সূত্র ধরে অনুসন্ধান করে যশোর ডিবি পুলিশ অভয়নগর উপজেলার সিদ্দিরপাশার মেম্বার নূর আলী হত্যায় জড়িত একটি আগ্নেয়াস্ত্র ও দুটি রামদাসহ দুইজনকে আটকে করেছে।

যশোর ডিবি পুলিশের ওসি সোমেন দাস শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের ইউপি সদস্য নূর আলী শেখ দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ওই মামলার তদন্ত কালে তারা জানতে পারেন নূর আলী শেখের সহচর ফারুক খানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। যে মোবাইল নাম্বার থেকে তাকে হুমকি দেয়া হয়েছে তার সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সিদ্দিরপাশা নাউলী আড়পাড়ায় অভিযান চালানো হয়।

এসময় সুলতান গাজী ও ফুরকান আকুঞ্জি নামে দুইজনকে আটক ও তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। তারা হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে। এরপর তাদের দেয়া স্বীকারোক্তি মতে একটি দেশীয় তৈরি শাটারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ