Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

লালমোহনে ৬ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলার লালমোহন উপজেলার একটি গোডাউন থেকে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
আজ রোববার সকালে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৫ কোটি ৮৮ লাখ টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট জামিনুর রহমান জানান, খবর পেয়ে সকালে লালমোহন বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি গোডাউন থেকে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে শহরের খেলাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ