বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে আগুন লেগে সর্বস্ব হারিয়েছেন মসজিদের ইমাম। গায়ের পোশাক ছাড়া কোনকিছুই অবশিষ্ট নেই বলে জানা যায়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, হোগলা মাঠপাড়া গ্রামের ইমাম লিয়াকত আলীর বাড়িতে রাতে আগুন দেখে চিৎকার চেঁচামেচি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা আরো জানান, পাশেই ওয়াজ মাহফিলে যাবার কারণে বাড়িতে কেউ ছিলো না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার শেষের দিকে রাত সাড়ে ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান বলে জানান তারা।
ক্ষতিগ্রস্থ সদকী উত্তরপাড়া জামে মসজিদের ইমাম লিয়াকত আলী জানান, বাড়ির সকলে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এসময় আগুন লেগে তার একমাত্র বসত ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পোষা বিড়ালটিও। এখন শুধু গায়ের পোশাক ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। খোলা আকাশের নিচে থাকতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।