Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্ন রকম রেকর্ড গড়ল লুব-রেফ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৮:০০ পিএম

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেয়া ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ভিন্ন রকম রেকর্ড সৃষ্টি করেছে। কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (৯ মার্চ) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম দুদিন প্রতিটি শেয়ারের দাম ৬০ টাকা ৭০ পয়সায় ওঠে। শেয়ারের এমন দাম বাড়লেও লেনদেনে ঘটে ভিন্ন চিত্র। একশ্রেণির বিনিয়োগকারী আইপিওতে পাওয়া শেয়ার বিক্রির হিড়িক জুড়ে দেন। এতে দ্বিতীয় কার্যদিবসে অর্থাৎ বুধবার (১০ মার্চ) কোম্পানিটির ৭৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারবাজারের ইতিহাসে এর আগে লেনদেনের দ্বিতীয় দিনে আর কোনো কোম্পানির এতো টাকার শেয়ার লেনদেন হয়নি। সাধারণত লেনদেনের প্রথমদিকে দাম বাড়ার প্রবণতা বেশি থাকায় বিনিয়োগকারীরা আইপিওতে পাওয়া শেয়ার বিক্রি না করে ধরে রাখেন। কিন্তু লুব-রেফের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

প্রথমদিন রেকর্ড লেনদেনের পর দ্বিতীয় দিনও কোম্পানিটির শেয়ার বিক্রির এক প্রকার হিড়িক দেখা যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারের দামে। ফলে দ্বিতীয় কার্যদিবসেই কোম্পানিটি পতনের খাতায় নাম লিখিয়েছে। এ প্রবণতা অব্যাহত থাকে তৃতীয় দিনও।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৮৮ শতাংশ কমে ৫৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনের দ্বিতীয় কার্যদিবসে বড় দরপতনে তালিকায় নাম লেখানোর বিষয়ে প্রশ্ন করা হলে ডিএসইর এক সদস্য বলেন, লুব-রেফের কাট অফ প্রাস বেশি নির্ধারণ করা হয়েছে বলে গুঞ্জন আছে। বিএসইসি ৫০ টাকার ওপর বিডিং করা যোগ্য বিনিয়োগকারীদের শাস্তির আওতায় এনেছে, এসব কিছুর নেতিবাচক প্রভাব হয়তো শেয়ারের দামে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুব-রেফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ