Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ছাগলনাইয়ায় ভূমি অফিসের কাটাতারের বেড়ায় আবদ্ধ অর্ধশত পরিবার!

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৪:৪৫ পিএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণ করায় অন্তত অর্ধশত পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এনিয়ে বার বার সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের ধারে ধারে ঘুরেও কোন সুরাহা পায়নি সংশ্লিষ্ট ভূক্তভোগী পরিবারগুলো। বুধবার কাটাতারের সীমানা প্রাচীরের ভেতর দিয়ে রোগীবাহী স্ট্রেচার বাহির হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। স্থানীয়রা জানায়, কয়েক যুগ ধরে শুভপুর ইউনিয়ন ভূমি অফিস ঘেষা উপ সড়কে যাতায়াত করে আসছিলো জয়চাদপুর গ্রামের কয়েকটি বাড়ির বাসিন্দারা। সম্প্রতি ভূমি অফিসের কাটাতারের সীমানা প্রাচীর দেয়ার সময় ওই সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। তাৎক্ষণিক ওই সড়কের পথচারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ভূমি অফিসে যোগাযোগ করেও রাস্তাটি কাটাতার মুক্ত করতে পারেনি। ভূক্তভোগী মোশাররফ হোসেন জানান, বুধবার তার মা জাহানারা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে হাসপাতালে প্রেরণের জন্য এম্বুলেন্স ঢাকা হয়। কিন্তুু কাটাতারের বেড়ার কারণে এম্বুলেন্স বাড়ীর সামনে আসতে পারেনি। এক পর্যায়ে গাড়ি থেকে রোগী বাহী স্ট্রেচারটি নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর কাটাতারের নিচ দিয়ে মাকে বহনকরা স্ট্রেচারটি পার করি। বিষয়টি স্থানীয় কিছু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে সবার নজরে আসে। রাস্তাটি জনচলাচলের জন্য উম্মুক্ত করার দাবী জানান তিনি। স্থানীয় শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম জানান, রাস্তাটি বন্ধ হওয়ায় জনচলাচলে সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তুু কোন ফল হয়নি। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি। ভূমি অফিস একটি জরুরী অফিস। সরকারী সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার জন্য সেখানে কাটাতারের বেড়া দিয়ে সীমানা প্রাচীর দেয়া হয়েছে। সংলগ্ন বাড়িগুলোর আলাদা পথ থাকার পরও তারা সেটি ব্যবহার না করে ভূমি অফিস ঘেষা রাস্তাটি ব্যবহার করতে চায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ