বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কত বিচিত্র ঘটনা ঘটছে সমাজে। এমনি একটা ঘটনার সাক্ষী রাজশাহীর মোহনপুরের মানুষ।
জানা যায়, রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তপুর গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে ইসলামি ওয়াজ আয়োজন করে মসজিদ কমিটি। মসজিদের উন্নয়নকল্পের জন্য সবার কাছে সহযোগিতা চাওয়া হয়। তখন উন্নয়নকল্পে সবাই দান করেন। এ সময় স্থানীয় এক নারী রঙিন একটি আম দান করলে সকলের নজর কাড়ে। পরে ওই আমটি ৯৫০ টাকায় বিক্রি হয় ওয়াজ মাহফিলের নিলামে।
মঙ্গলবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলার বসন্তপুর গ্রামে এই নিলাম হয়। ওই আমটি ৯৫০ টাকায় কেনেন একই গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক যুবক। আমের ওজন প্রায় ৩০০ গ্রাম।
মাহফিলের সভাপতি মো. দেরাজ উদ্দীন জানান, বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা জিনিসগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বিক্রির সেই টাকা দানের মধ্যে গণ্য হয়। তবে অসময়ের আম দেখে সবার মাঝে অন্যরকম উদ্দীপনার তৈরি হয়। এ কারণে গভীর রাতেও ওয়াজ মাহফিলে শেষ পর্যন্ত ছিল মানুষের ঢল। সবশেষ আমটি বিক্রি হয় ৯৫০ টাকা।
রাজশাহী ফল গবেষণা ইনস্টিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিএমএম বারি ডলার জানান, মাত্র গাছে মুকুল ফুটেছে। আর সেই রকম কোনো আম এই অসময়ে হয় তা আমার জানা নেই। তবে কিছুদিন আগেই ‘বারি-১৪’ নামের রঙিন আমের জাত জাতীয় নিবন্ধন বোর্ডে অনুমোদন পেয়েছে। কিন্তু এই ‘বারি-১৪’ অসময়ে পাওয়া অসম্ভব। ওই রঙিন আম হয়ত বাইরের কোনো দেশের হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।