Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকাগ্রহীতা ৪০ লাখ ছাড়াল, বিরূপ প্রতিক্রিয়া ৮৬৬ জনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০০ এএম

দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে টিকা নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন ও নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। আর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৬৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ সাত হাজার ৪৬৩ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ২৯৫ জন ও নারী ৪০ হাজার ১৬৮ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা এইএফআই রিপোর্ট করেছেন ৭ জন। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় ১২ লাখ ৬৩ হাজার ২২৪ জন, ময়মনসিংহে এক লাখ ৬৯ হাজার ৬৪০ জন, চট্টগ্রামে আট লাখ ৪২ হাজার ৭৭১ জন, রাজশাহীতে পাঁচ লাখ ৩৫ হাজার ৪৩ জন, রংপুরে তিন লাখ ৬৮ হাজার ৫৭৮ জন, খুলনায় পাঁচ লাখ ২৫ হাজার ১৮২ জন, বরিশালে এক লাখ ৮২ হাজার ৪৯৮ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ২৭ হাজার ২৭ জন টিকা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ৭৫৯ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ২৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৬৯৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৭৫৬ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৪৬ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৪০ জন, বরিশাল বিভাগে চার হাজার ৫৩১ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৫৭৪ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ