Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়িকা হিসেবে দিঘীর সিনেমার ট্রেইলার দেখে দর্শকের হতাশা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির নায়িকা হওয়ার বিষয়টি নিয়ে দর্শকমহলে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকেরই ধারণা নায়িকা হয়ে দিঘী তার সেই দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারবেন। শিশুশিল্পী হিসেবে মডেল ফয়সালের সঙ্গে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন কিংবা চাচ্চু, দাদীমা সিনেমাগুলোতে অসাধারণ অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন তিনি। তাকে মনে রেখেছে। বড় হয়ে নায়িকা হওয়ার বিষয়টিও দর্শক বেশ ভালভাবে নিয়েছে। তাদের আশা, দিঘী নায়িকা হিসেবেও তাদের আনন্দ দেবেন। তবে তার অভিনীত মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেইলার দেখে দর্শক হতাশ হচ্ছেন। সিনেমাটি নির্মাণ করেছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি সিনেমাটির ট্রেইলর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। সিনেমার নির্মাণ, গল্প, অভিনয়ের সমালোচনা করছেন তারা। একটি সিনেমার ভাল-মন্দের সারসংক্ষেপ ট্রেইলারে ফুটে উঠে। হল মালিকরাও ট্রেইলর দেখে সিনেমা নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে এ সিনেমার ট্রেইল দেখে দিঘীর ভক্তরা হতাশ হয়েছেন। চলচ্চিত্রাঙ্গণের অনেকে বলছেন, নায়িকা হিসেবে দিঘীর শুরু ভাল গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে হওয়া উচিৎ ছিল, তা হয়নি। অনেকে মনে করছেন, এতে নায়িকা হিসেবে দিঘীর যাত্রা ভাল হয়নি। সিনেমাটির ট্রেইলর দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিঘীর ভক্তরাও বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, এমন সস্তা গল্প ও দুর্বল নির্মাণের সিনেমা দিঘীর নায়িকা হওয়ার ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ করবে। এতে ফিল্ম ইন্ডাস্ট্রিরও কোনো লাভ হবে না। ট্রেইলার দেখার পর পরিচালককে নিয়েও অনেকে বিরূপ মন্তব্য করেছেন। অনেকে বলছেন, একসময় দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা দেখার জন্য হলভর্তি দর্শক থাকত। রোমান্টিক, সামাজিক, ফোক-ফ্যান্টাসি আর অ্যাকশন সিনেমা দিয়ে বছরের পর বছর দর্শক মাতিয়েছেন। এমন একজন প্রমাণিত গুণী নির্মাতা এমন সস্তা সিনেমা কি করে নির্মাণ করেণ? উল্লেখ করা প্রয়োজন, সিনেমাটির নির্মাণের শুরু থেকেই একাধিকবার নায়ক পরিবর্তন হয়। প্রথমে নায়ক হওয়ার কথা ছিল বাপ্পি চৌধুরীর। তিনি সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন। পরে নায়ক হিসেবে সাইমন সাদিকের নাম আসে। তিনিও সিনেমাটি থেকে সরে যান। এরপর নায়ক হিসেবে যুক্ত হন আসিফ ইমরোজ। দিঘীর নায়ক হন তিনি। তবে নায়ক যেই হোক না কেন, ট্রেইলরে সিনেমাটির গল্প, নির্মাণ দেখে দর্শক হতাশ হয়েছেন। এর বিরূপ প্রতিক্রিয়া দিঘীর ক্যারিয়ারে পড়তে পারে বলে তারা মনে করছেন। সিনেমাটি আগামী ১২ মার্চ মুক্তি পাবার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ