Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে সবার জন্য সুযোগ আছে : প্রণীতা সুভাস

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণ ভারতের অভিনেত্রী প্রণীতা সুভাসের বলিউড অভিষেক হবে ‘ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ফিল্ম দিয়ে অচিরেই। এছাড়া তিনি এখন ‘হাঙ্গামা ২’ চলচ্চিত্রেও অংশ হয়েছেন। তার মতে বলিউডে বিভিন্ন ধরণের বিষয়বস্তু নিয়ে কাজ হচ্ছে। তিনি জানিয়েছেন মুম্বাই চলচ্চিত্র জগতে কাজ চালিয়ে যাবার জন্য তিনি ভিন্নধর্মী কাহিনীর প্রজেক্টের সন্ধানে আছেন। “আমি মনে করি বর্তমানে বলিউডে সবার জন্য কাজ করার সুযোগ আছে, আছে ভিন্ন ভিন্ন ধারা এবং কাহিনীর উদ্যোগ- তা হোক ওটিটি বা থিয়েটারে। বিভিন্ন ধারার চলচ্চিত্র আছে, তা থেকে বেছে নেবারও সুযোগ আছে। এখানে চলচ্চিত্র নির্মাণে বৈচিত্র এসেছে ব্যাপকভাবে তার আমি বৈচিত্র্য আর ভিন্ন ধারার চলচ্চিত্রে কাজের সন্ধান করছি।,” প্রণীতা বলেন। তিনি কন্নড়, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়া তিনি একটি এনজিও পরিচালনা করেন, এই এনজিওটি সামাজিক উদ্যোগের জন্য ইকোনমিক টাইমসের ফর্টি আন্ডার ফর্টি সম্মাননা লাভ করেছে। লকডাউনের ২১ দিনে তার প্রতিষ্ঠান ৭৫,০০০ জনকে একবেলা করে খাইয়েছে। সমাজকর্মে তার আপ্রহ সম্পর্কে প্রণীতা বলেন : “আমার বাবা আর মা দুজনই চিকিৎসক, তারা সমাজের জন্য অনেক কাজ করেছেন। বাঙ্গালোরে আমাদের হাসপাতালে রক্তদান থেকে শুরু করে অনেক জনহিতকর কার্যক্রমে অংশ নিয়েছি আমি। চোখ ও অঙ্গদানও আছে এর মধ্যে। তাই আমি একে আমার কর্তব্য হিসেবে গণ্য করি। বাবা-মা ছাড়া অন্যদের অনুপ্রেরণায় আমরা কোভিড ত্রাণ পরিচালনা করেছি,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ