রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় একই পরিবারের দুইজনের ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। গত সোমবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দনচহট গ্রামের হায়দার আলীর ছেলে মোখলেসুর রহমান (২৯) ও তার ছোট ভাই ইমরান রানা (২৫)।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দনচহট গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় দুই ভাই মোখলেসুর রহমান ও ইমরান রানাকে আটক করা হয়। পরে মোখলেসুরকে তল্লাশি করে ৮০০ ইয়াবা ও ইমরান রানা তল্লাশি করে ১২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঐদিনই ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই শামীম হক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই পুষ্প রঞ্জন দেবনাথ এ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয় এবং গত সোমবার এ রায় দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, ১০ বছর কারাদন্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।