Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে শাহিন মাস্টার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা ইলিয়টগঞ্জ ইউনিয়নে প্রশান্ত মৎস্য প্রকল্প স্থানীয় এমপি সুবিদ আলী ভঁ‚ইয়া ও লিজ কমিটির অনুমতিক্রমে প্রতি বছরের ন্যায় লিজ নিয়ে শাহিন মাস্টার ও তার লোকজন মাছ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। গত সোমবার একদল দূর্বূত্তরা দেশীয় অস্ত্র, রাম দা লাঠি ও সোঠা নিয়ে উপজেলার কলাকোপা গ্রামের শাহিন মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের জানালা এবং লোহার গেটসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন।
এসময় শাহিন মাস্টারের ভাতিজি ফাতেমা আক্তার (২২)-কে মারধর করে তার গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে ১৬ জনকে আসামি করে শাহিন মাস্টার দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
বাদী শাহিন মাস্টার জানান, আমাদের বৈধ প্রশান্ত মৎস্য প্রকল্প জোর করে দখল করে নেয়ার জন্য প্রতিপক্ষরা এই হামলা করে। অভিযুক্ত জালাল মিয়া জানান, আমরা কারো বাড়িতে হামলা করিনি।
এ ব্যাপারে থানার এসআই ওমর ফারুক জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ