Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর মান্দায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান; ভেজাল হলুদ কারখানা সিলগালা; আটক ১

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৫:৩২ পিএম

নওগাঁর মান্দা উপজেলা সতীরহাট বাসষ্ট্যান্ড এলাকায় নওগাঁ জেলা এনএসঅই ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ইট ও কাঠের গুড়া এবং গোখাদ্য মিশ্রিত ভেজাল হলুদ তৈরীর কারখানা সিলগালা করেছে। এসময় একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে গোখাদ্য ও কাঠের গুড়া উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তি মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত. মেহের আলী মন্ডলের ছেলে আব্দুল লতিফকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা মোতাবেক ১ মাসের বিনা শ্রম করাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় জেলা এনএসআই কর্তৃক দেয় তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হালিমের নেতেৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায় উৎপাদন করা ভেজাল হলুদ মান্দা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হতো। এর ক্রেতারা নি¤œ আয়ের দরীদ্র মানুষ। এই ভেজাল হলুদ মানব স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। অভিযানের সময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হালিম মান্দা থানা পুলিশ জাতীয় গেয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভেজাল হলুদ কারখানার মালিক মোঃ সোহেল রানা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ