বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকবাজার রেলওয়ে স্টেশন থেকে ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জিআরপি পুলিশ সিলেটের এসআই ইসলাম আলী লাশ উদ্ধার করেন। লাশের সাথে থাকা কাগজপত্রে তার নাম নলিনি কুমার চক্রবর্তী ও ঠিকানা রয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুরের পিরোসা কালিবাড়ী। এ হিসেবে বৃদ্ধ ভারতীয় নাগরিক হিসেবে পুলিশ ও স্থানীয়দের ধারণা ।
জানা যায়, সোমবার দুপুরে রেলওয়ে স্টেশনে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনকে অবহিত করেন। এক পর্যায়ে স্টেশনের দায়িত্বে থাকা শওকত হোসেন এর মাধ্যমে সিলেট জিআরপি থানায় খবর দেয়া হয়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সিলেট জিআরপি থানায় নেয়া হয়েছে।
রেলওয়ে স্টেশন এলাকার একাধিক লোক জানান, ওই বৃদ্ধ লোককে দুপুরে রেলওয়ে স্টেশনে বসে থাকতে দেখেছেন তারা। দুপুরেই স্টেশন এলাকায় তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।