বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় গরু বোঝাই ভটভটি উল্টে আমিনুল ইসলাম (৪০) নামে এক গরু পাইকার ঘটনাস্থলেই নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আবু সেমা নামে আরও একজন। ঘটনাটি ঘটেছে ৯মার্চ বেলা ১১টার দিকে। হতাহতদের বাড়ি ঝিনাইগাতি উপজেলার ভালুকা গ্রামে।
নিহত আমিনুল ইসলাম নালিতাবাড়ী এলাকায় কৃষকের কাছ থেকে গরু ক্রয় করে ঝিনাইগাতীর দিকে যাচ্ছিলো। কিন্ত যাওয়ার পথেই শ্যালু ইঞ্জিন চালিত অবৈধ ভটভটিটি উল্টে এ দূর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহাম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু বুঝাই ভটভটির এক্সেল ভেঙ্গে উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে একজন মারা গেছে। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরপবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।