Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে খেলার মাঠ উদ্ধারের দাবি বিবিআরএ’র

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম


ভূমিদস্যুদের হাত থেকে সরকারি খেলার মাঠ উদ্ধারের দাবি জানিয়েছে ‘বাংলাদেশী-বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ)র । গত রোববার এক সভায় এ দাবি জানানো হয়। ঢাকার মিরপুর ১০ এর মুসলিম ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিবিআরএ’র সভাপতি কাওসার পারভেজ ভুলু। সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩, ৫, ২ নং ওয়ার্ড তথা মিরপুর-১০, ১১, ১২ এলাকার নিরীহ ক্যাম্পবাসী বিহারীদের আড়ালে স্থানীয় ভূমিদস্যুরা সরকারি খেলার মাঠ, শিশু পার্ক ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে রেখেছে। দখলকৃত স্থানে নকশা বহির্ভুত বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা বলেন, গত ২১-২২ জানুয়ারী রাস্তা উন্নয়নের জন্য মিরপুর-১১ এর এভিনিউ-৪ অবৈধ দখল উচ্ছেদকালে শুধু বিহারীদের দোকান-ঘর উচ্ছেদ করা হয়েছে। অথচ একই রাস্তার পশ্চিম প্রান্তে যে ১২/১৪ টি বহুতলা ভবন এবং ২৫ টি অবৈধ ঘর রয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়নি। অবিলম্বে এসব সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারমুক্ত করতে সিটি করপোরেশন,রাজউক,জাগৃকের প্রতি আহŸান জানাচ্ছি। সভায় চার দফা প্রস্তাব গৃহিত হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মাদ হানিফ খান, কুতুবুদ্দিন শাহ, মোহাম্মাদ রাজু, তোফাজ্জল হোসেন আজাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় বক্তৃতা করেন। প্রেস বিজ্ঞপ্তি



 

Show all comments
  • শাহ্ মান্না বেনারশী ১০ মার্চ, ২০২১, ১১:২৯ এএম says : 0
    বানান একটু ভুল হয়েছে এবং সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরা হয়নি জাহাজের বোঝা যোগ্য নয় অনতিবিলম্বে এটি ঠিক করার আহ্বান জানায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ