রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরার পাটকেলঘাটায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই মন্তাজ মল্লিক (৩৫) খুন হয়েছেন। গত রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মন্তাজ মল্লিক (৩৫) পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগ করে দিয়েছেন। বণ্টনকৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে বিগত কয়েক মাস ধরে বড় ভাই শাহাজাহান মল্লিকের সাথে ছোট ভাই মন্তাজ মল্লিকের বিরোধ চরমে ওঠে। মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রোববার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়ভাই শাহাজাহান মল্লিক দা দিয়ে এলোপাতাড়ি কোপ মারেন। মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খুলনা মেডিক্যালে রেফার্ড করেন। খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।
ওসি আরো জানান, মন্তাজ মল্লিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।