Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি কর্মকর্তাদের মানববন্ধন

কাজে যোগদানের দাবি

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

গোপালগঞ্জে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্রæত কাজে যোগদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২০২০ আঞ্চলিক সমন্বয় কমিটির উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে বিগত ২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে সারা দেশে বিপুল সংখ্যক শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৫০ জন উপ-সকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দেয়। সে অনুযায়ি ২০১৯ সালের ১৭ জানুয়ারি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ জন কর্মকর্তার নাম প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এরপর নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ অঞ্চল ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রের অনুলিপি জমা দেন ও পুলিশ যাচাই কার্য সম্পন্ন করেন।
এদিকে প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার তালিকা প্রকাশের ১ বছর অতিক্রান্ত হলেও অদৃশ্য কারণে চাকরিতে তাদের যোগদান দেয়া হয়নি। ফলে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে চরম দূরাবস্থার মধ্যে সময় পার করছেন। সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, ইমাম হাসান রনি, সঞ্জয় বিশ্বাস প্রমুখ। খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের ১১টি জেলা থেকে সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ