Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে বৃদ্ধের মৃত্যুতে আটক ৬

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কেশবপুরের পল্লীতে প্রতিপক্ষের সাথে ঝগড়া-ঝাটিতে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, গত রোববার সকালের দিকে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের দাসপাড়ায় খোকন দাশ গং-দের সাথে বলরাম দাশ গংদের সাথে তর্ক-বির্তকের সূত্র ধরে হাতাহাতির ঘটনা ঘটে, সেখানে খোকন দাশের মৃত্যু হয়। মৃত্যুর পরে এলাকায় প্রচার হয় টাকা চাওয়া কে কেন্দ্র করে তর্ক-বির্তকের এক পর্যায়ে পাওনাদার বলরাম দাশ ঋনি খোকন দাশ (৭০) কে আঘাত করলে অসুস্থ হয়ে মারা যায়। এ বিষয়ে কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, উপজেলার বিষ্ণুপুর গ্রামে দুই পক্ষের ঝগড়া-ঝাটি আহত হয়ে খোকন দাশ (৭০)-এর মৃত্যুর ঘটনায় সরেজমিন তদন্তে নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে হার্ডের দূর্বলতা বা ইন্টারনাল ডেমারেজে মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদের জন্য ৬ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি আরো বলেন, থানায় অভিযোগ করলে মামলা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ