Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ায় যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়ার জের ধরে ছুরিকাঘাতে রাজু মিয়া নামে (২০) এক যুবক নিহত হয়েছে। গত রোববার রাতে পৌর শহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু নোয়াখালী জেলার মো. আলমগীর মিয়ার ছেলে। সে ডিশ লাইনের অপারেটর হিসেবে কাজ করত। রাজু পরিবার নিয়ে দেবগ্রামে ভাড়া বাসায় থাকত। পুলিশ ও স্থানীয়রা জানান, রাজু গত ৭/৮ মাস আগে বিয়ে করে। বিয়ের পর একই এলাকায় শুভ নামে যুবকের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শুভর সাথে রাজুর বিরোধ জলে আসছিল। এরই জের ধরে গত রোববার রাতে শুভ রাজুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায়। ঘাতক শুভর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রওয়া গ্রামে। ঘটনার শুভ পলাতক রয়েছে। আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, প্রেম সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুভর বাবা-মাসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ