Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন না করায় ৯ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ৩:৫৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন উপলক্ষে জাতীয় পতাকা যথাযোগ্য মর্যাদায় উত্তোলন না করায় ৯ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু মঠবাড়িয়া পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় জাতীয় পতাকা উত্তোলন না করায় ও সঠিক ভাবে ব্যবহার না করায় ৯ ব্যাবসা প্রতিষ্ঠান মালিককে ১‘শ টাকা করে মোট ৯‘শ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, জাতীয় পতাকা সঠিক ভাবে উত্তোলনের জন্য ৬ মার্চ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা সরকারি এ সকল নির্দেশনার গুরুত্ব দিচ্ছে না। জাতীয় পতাকা অসম্মান করা মানে স্বত্ত্বকে অসম্মান করার শামিল। সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০১০) অনুযায়ী সঠিক মাপে যথাযথ ভাবে উত্তোলন না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ