Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বাস চাপায় শিল্প পুলিশের এসআই নিহত

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১১:৩২ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় শিল্প পুলিশের এক এসআই নিহত হয়েছে।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন (৫৫) আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চকপাড়া এলাকার মৃত শমশের আলীর ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, শিল্প পুলিশের ওই উপ-পরিদর্শক সকালে দায়িত্বপালনকালে সড়ক পার হওয়ার সময় প্রথমে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পেছনে থাকা দ্রুতগতির অপর একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এছাড়া এই ঘটনায় কভার্ডভ্যান ও বাসটি সনাক্ত করে চালকদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ