পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুনামগঞ্জের সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কামাল হোসেন নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বিজিবি সদস্য।
গতকাল শনিবার বিকেলে সীমান্তের ১২১৫ নম্বর আন্তর্জাতিক পিলারের পূর্ব দিকে সাংবাদিক টিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেন মারা যান।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, গতকাল শনিবার বিকেলে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০টি গরু এনেছিল স্থানীয় চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গরুগুলো আটক করার চেষ্টা করলে চোরাকারবারিদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোকও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে। চোরাকারবারিদের দায়ের কোপে একজন ল্যান্স নায়েক আহত হন। এ সময় আত্মরক্ষার্থে গুলি করলে কামাল হোসেন নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয় বলে জানতে পেরেছি। সে মারা গেছে কিনা সে বিষয়টি আমাদের জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।