Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক

কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুট

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘ ২৭ ঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ১৭০ জন রেল কর্মীর টানা পরিশ্রমে লাইনচ্যুত ৫টি বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর ওই লাইনে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে গত শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে লাইনের ওপর আগে দাঁড়িয়ে থাকা একটি রেল ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়।
এতে কুষ্টিয়ার সাথে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করে করেছে রেল কর্তৃপক্ষ। সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে রেলওয়ের কুষ্টিয়া অফিসের উপ- সহকারী প্রকৌশলী সাইফুলকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ