বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- শারমিন বেগম, আরিফ হোসেন, মাসুদ, আবুল হোসেন, রূপা, নুরু মিয়া, নুরউদ্দিন মিয়া, আখলি বেগম।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ বছর আগে কেন্দুয়া এলাকার হারুন মিয়ার ছেলে নুরু মিয়াকে একই এলাকার আবুল হোসেনের মেয়ে শারমিন বেগম প্রেম করে বিয়ে করেন। তাদের সংসারে সাহেদ নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয় শারমিন ও নুরু মিয়ার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকেলে গৃহবধূ শারমিন বেগম স্বামী নুরু মিয়াকে দুপুরের খাবার খেতে দেন। হাতে চুরি না পড়ে খাবার দেয়ায় কুসংস্কারে নুরু মিয়া ক্ষিপ্ত হয়ে গিয়ে শারমিন বেগমকে মারধর করেন। মারধর করায় শারমিন বেগম তার বাবার বাড়ি চলে যায়। গতকাল সকালে শারমিন বেগম ও তার পরিবারের লোকজনসহ কাপড় আনতে স্বামী নুরু মিয়ার বাড়িতে যায়। এসময় শারমিন বেগম ও নুরু মিয়ার মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে শারমিন বেগমের পরিবার ও নুরু মিয়ার পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
শারমিন বেগমের মা লাকী বেগম জানান, নুরু মিয়া মাদক সেবন করে তার মেয়ে শারমিন বেগমকে প্রায় সময় মারধর করে। এর জের ধরে শুক্রবার বিকেলে নুরু শারমিনকে মারধর করলে সে মায়ের বাড়িতে চলে যায়। গতকাল সকালে শারমিন তার দুই ভাই আরিফ ও মাসুদসহ নুরু মিয়ার বাড়িতে কাপড় আনতে গেলে তাদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করেন।
স্বামী নুরু মিয়া জানান, হাতে চুড়ি না পড়ে খাবার দেয়ায় শারমিন বেগম ও তার মাঝে বাকবিতন্ডা হলে সে তার বাবার বাড়ি চলে যায়। গতকাল সকালে লোকজন নিয়ে কাপড় নেয়ার জন্য আসলে শারমিনের পরিবারের লোকজন তাদের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেন। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।