Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান হাইওয়ে জমির ক্ষতিপূরণ দাবি

পার্বতীপুরে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুরে নির্মানাধীন এশিয়ান হাইওয়ে রাস্তার জমির ক্ষতিপূরণের টাকা বৃদ্ধি ও পূণর্বাসনের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টার সময় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনেরা ভবানীপুর বাজারস্থ পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ভবানীপুর পিরোজপুর, শেরপুর, ইসবপুর, মধ্য দূর্গাপুর, কয়লাখনি বাজারের একাংশ ক্ষতিগ্রস্থরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অধ্যক্ষ মবিদুল ইসলাম, আনোয়ার হোসেনসহ অন্যান্য বক্তরা বলেন, আমাদের জমি-জায়গা, ঘড়-বাড়ি, দোকানপাট, গাছপালা, ব্যাবসা-প্রতিষ্ঠানের এশিয়ান হাইওয়ে রাস্তার জমির প্যাকেজের ক্ষতিপূরণের টাকা অবিলম্বে প্রদানের দাবি জানান।
শেরপুর গ্রামের মিজানুর রহমান জানান, আমার ১৫শতক জমির প্যাকেজের টাকা, ফজলুর রহমান কয়লার খনির গেটেরর দোকানঘর, ফিরোজপুর মৌজার শামসুল আলমের ২৭শতক, পিরোজপুর মৌজার মন্নাফের ১৬ শতক, শেরপুর মৌজার ফজলুর হকের ১৯শতক, মধ্য দূর্গাপুর আকবর হোসেনের ৩০ শতক, দূর্জয় একাত্তরের সদস্য সচিব মাহাবুব আলম, তাজমুল হকের কয়লা খনির গেট এলাকার ৫৪টি দোকানের কেউই প্যাকেজের ক্ষতিপূরণের টাকা পায়নি বলে মানববন্ধনে এসে সংবাদকর্মীদের কাছে কন্দনরত অবস্থায় ক্ষতিগ্রস্থরা জানান।
উল্লেখ্য দিনাজপুর জেলার পার্বতীপুর-ফুলবাড়ী মধ্যপাড়া পিরোজপুর-শেরপুর অংশের সড়ক উন্নয়ন নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত সম্পত্তির ওপরস্থ পূণর্বাসন এবং জমির মূল্য খুবই নগন্য হিসাবে ধায্য করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ভবানীপুর, পিরোজপুর, শেরপুর, ইসবপুর ও মধ্য দূঘৎর্গাপুর মৌজার বাণিজ্যিক হিসাবে পরিগণিত হলেও মৌজাগুলোর জমির মূূল্য অনকে বেশি। শেরপুর মৌজার রাস্তার সঙ্গে জমির প্রতি শতক ১ লক্ষ ৪০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু মূল্য নির্ধারনসহ বিভিন্ন ধরনরে টাল-বাহানা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্থরা ভূমি মন্ত্রী ভূমি মন্ত্রনালয়, জেলা প্রশাসক, দিনাজপুর, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ দিনাজপুর, উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জেলা শাখা দিনাজপুরের বরাবরে বিভিন্ন সময়ে আবেদন করেন ভুক্তভোগীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ