Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে বই মেলায় মানুষের ঢল

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মুজিববর্ষের অঙ্গীকার, পড়ব বই বাড়ি হবে পাঠাগার’ শ্লোগানকে উপজীব্য করে গফরগাঁও উপজেলার শাঁখচুড়া মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের রজতজয়ন্তী উদযাপনে দিনব্যাপী ব্যতিক্রমী এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। গত ৫ মার্চ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচুড়া উচ্চ বিদ্যালয় ময়দানে এক বিশাল বই মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শাঁখচুড়া মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বই মেলা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন, দৈনিক ইনকিলাবের সাবেক উপ-সম্পাদক সাহিত্যিক ও কলামিস্ট ইউসুফ শরীফ, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কাবেরী রায় প্রমুখ। মেলায় বঙ্গবন্ধু কর্নারসহ ১০টি বুকস্টল, দুটি দেশিয় পিঠার স্টল ও চিত্রশিল্পী জ ই সুমনের আর্ট গ্যালারি অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহ দিতে সর্বোচ্চ ৮০ শতাংশ মূল্যছাড়ে বই বিক্রির ব্যবস্থা করেন উদ্যোক্তারা। মেলায় হাজার হাজার জনতার সমাগম ঘটে। গ্রাম পর্যায়ে এ ধরনের বিশাল বই মেলা এই প্রথম বলে এরাকাবাসী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ