রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘মুজিববর্ষের অঙ্গীকার, পড়ব বই বাড়ি হবে পাঠাগার’ শ্লোগানকে উপজীব্য করে গফরগাঁও উপজেলার শাঁখচুড়া মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের রজতজয়ন্তী উদযাপনে দিনব্যাপী ব্যতিক্রমী এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। গত ৫ মার্চ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচুড়া উচ্চ বিদ্যালয় ময়দানে এক বিশাল বই মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শাঁখচুড়া মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বই মেলা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন, দৈনিক ইনকিলাবের সাবেক উপ-সম্পাদক সাহিত্যিক ও কলামিস্ট ইউসুফ শরীফ, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কাবেরী রায় প্রমুখ। মেলায় বঙ্গবন্ধু কর্নারসহ ১০টি বুকস্টল, দুটি দেশিয় পিঠার স্টল ও চিত্রশিল্পী জ ই সুমনের আর্ট গ্যালারি অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহ দিতে সর্বোচ্চ ৮০ শতাংশ মূল্যছাড়ে বই বিক্রির ব্যবস্থা করেন উদ্যোক্তারা। মেলায় হাজার হাজার জনতার সমাগম ঘটে। গ্রাম পর্যায়ে এ ধরনের বিশাল বই মেলা এই প্রথম বলে এরাকাবাসী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।