রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের তাড়াশে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তাড়াশ প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ তাড়াশ উপজেলা কমান্ডের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান প্রমুখ। বক্তাগন মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পরে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রয়ারি উপজেলার দিঘিসগুনা গ্রামের আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষ কায়েম গং ওই গ্রামের প্রবীন মুক্তিযোদ্ধা মো. আফসার আলীকে হত্যার উদ্দ্যেশে হামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।