বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : শেষ সাক্ষাৎ করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে গেছেন যুদ্ধাপরাধে ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা মীর কাসেম আলীর স্বজনরা। বিকাল পৌনে চারটার দিকে ছয়টি গাড়িতে করে শিশুসহ পরিবারের ২৬ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণভিক্ষা না চাওয়ায় যে কোন সময় সরকারের নির্দেশে কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষ বার দেখা করতে দেয়া হয় পরিবারের সদস্যদের। বিবিসি বাংলা একটি দায়িত্বশীল সূত্রের বরাতে জানাচ্ছে, এরইমধ্যে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রয়োজনীয় নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। মীর কাসেম আলী হচ্ছেন জামায়াতের পঞ্চম শীর্ষ স্থানীয় নেতা যার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলছে। এরআগে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।