Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনা আড়াই মাস পর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের আড়াই মাস পর মাটির নিচ থেকে জান্নাতুল আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে কাপাসাটিয়া গ্রামের একটি পাটখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জান্নাতুল দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের রুপন মিয়ার স্ত্রী।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান জানান, উপজেলার কাপাসাটিয়া গ্রামের হোসেন আলীর মেয়ে জান্নাতুল আক্তার গত ১৯ জুন স্বামী রুপন মিয়ার সঙ্গে দাওয়াত খাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় জান্নাতুলের বাবার বাড়ির পাশের একটি পাটক্ষেতে মাথা চুল দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। শনিবার সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ