Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসির সাথে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহী ডিসিসিআই

স্মার্ট সিটি গড়ার লক্ষ্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ৩:৪৮ পিএম

স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই এর প্রেসিডেন্ট রিজওয়ান রাহমান আজ (বৃহস্পতিবার) দুপুরে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে তাঁর গুলশানস্থ নগর ভবনে সাক্ষাৎ করে এ কথা জানান।

এ সময় মেয়র মোঃ আতিকুল ইসলামের বলেন, স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজীকরণে ডিএনসিসি ইতিমধ্যে ঢাকা উত্তরে ৪৬ হাজারের বেশি এলইডি বাতি স্থাপন করছে। নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে। এর ফলে সেবা একদিকে যেমন হাতের মুঠোয় চলে আসবে, অন্যদিকে ‘ইজ অব বিজনেস’ও এগিয়ে যাবে। মশক নিধনসহ অন্যান্য সেবা আরো সহজে কার্যকরভাবে প্রদান করার জন্য ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত আছে। মেয়র আরো বলেন, শহরকে এগিয়ে নিতে হলে ‘রিচার্স এন্ড ডেভেলাপমেন্ট’ এর বিকল্প নেই। তাই গবেষণা ও উন্নয়নে ডিএনসিসি ও ডিসিসিআই একসাথে কাজ করতে পারে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবদুল হামিদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ