বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল বিএম কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মো. হানিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপতালে প্রতিথযশা এ শিক্ষাবিদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সর্বস্তরের নাগরিকের শ্রদ্ধা শেষে তাকে গতকাল আছর নামাজের পর বরিশাল কেন্দ্রীয় মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। প্রফেসর মো. হানিফ বরিশালে ‘হানিফ স্যার’ নামে পরিচিত ছিলেন। কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি বরিশাল বিএম কলেজের শিক্ষক ও প্রিন্সিপাল ছাড়াও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল পদে দায়িত্ব পালন করেছেন। গতকাল দুপুর ২টায় নগরীর টাউন হলের সামনে মো. হানিফকে নাগরিক শ্রদ্ধা জানানো হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।