Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক পাচারের নিরাপদ মাধ্যম ‘অ্যাম্বুলেন্স’!

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

দেশের নানা প্রান্তে মাদক পৌঁছে দিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। তাদের এই কৌশল ঠেকাতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীও। সম্প্রতি মাদক পাচারের নিরাপদ বাহন হিসেবে ব্যবহার হচ্ছে রোগী পরিবহনের ‘অ্যাম্বুলেন্স’। মাদকদ্রব্য ছাড়াও কখনো কখনো চোরাচালান ও অপরাধীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতেও ব্যবহার হচ্ছে এ বাহনটি।

সর্বশেষ গত সোমবার যাত্রাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গতকাল র‌্যাব-৩ এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা পদ্মা আবাসিক হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সে থাকা গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে অবস্থান করা এ সময় মো. জাহাঙ্গীর ও মো. জালালকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গোয়েন্দাদের সংবাদ অনুযায়ী কয়েকজন মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্স যোগে রোগী সেজে অভিনব কায়দায় দাউদকান্দি থেকে যাত্রাবাড়ী হয়ে মতিঝিল অভিমুখে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল। এরপরই চেকপোস্ট বসানো হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্পটে সরবরাহ করতো। এর আগেও গত বছরের ২২ মার্চ অ্যাম্বলেন্সে করে মাদক বহনের দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই ছাত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। একই বছর ৫ অক্টোবর শাহবাগ থানা এলাকার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে পরে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে পুলিশ। তখনই সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেনসিডিল ভর্তি বস্তা উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে মোহাম্মদপুর এলাকা থেকে ওই দলেরই আরো দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ