বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার প্রেসিডেন্টের আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়। ব্যাংক তিনটি হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও প্রবাসী কল্যাণ ব্যাংক।
জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের তিন উপ-ব্যবস্থাপনা পরিচালককে পদোন্নতি দিয়ে উল্লেখিত তিন সরকারি ব্যাংকের ব্যবস্থা পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক’কে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হয়েছে। ইতোমধ্যে তিনজনই নিজ নিজ পদে যোগদান করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।