রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়াসহ চট্টগ্রামে ইটভাটা নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান লোহাগাড়া ইটভাটা মালিক ও শ্রমিকরা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে লোহাগাড়া ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মানববন্ধনের আয়োজনের করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি নুুরুল আলম কোম্পানী, সাবেক সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ সরওয়ার কোম্পানি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম জিকু প্রমুখ। এসময় বক্তারা বলেন, লোহাগাড়ায় ৪৪টি ইটভাটা আছে। এসব ইটভাটা প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করে। এ থেকে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা ভ্যাট পায়। এ ছাড়া স্থানীয় কর, ভূমিকর, ট্রেড লাইসেন্স, আয়কর ও স্থানীয়কর দিয়ে ইটভাটাগুলো জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সারা বাংলাদেশে ইটভাটা থাকলেও শুধুমাত্র লোহাগাড়াসহ চট্টগ্রামের ইটভাটা বন্ধে রিট দায়ের উদ্দ্যেশ্যমূলক। ইটভাটাগুলো বন্ধ হয়ে গেলে মালিকরা ঋণগ্রস্ত হয়ে পড়বে ও হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে হয়ে পড়বে। শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করবে। দেশে উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা ধরে রাখতে লাইসেন্সসহ পরিবেশ বান্ধব ইটভাটা গড়ে তোলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।