বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০টি ড্রেজার মেশিন এক হাজার ফিট পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টার অভিযানে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দা গ্রামের তিস্তার শাখা নদী থেকে ১০টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। এ দীর্ঘ সময় আনসার সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ । অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ বলেন, 'অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছি। এতে ১০টি ড্রেজার মেশিন ও এক হাজার ফিট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয়দের সূত্রে জানা গেছে, তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আজি, চর খোর্দ্দা গ্রামের ছামু ভাটিয়ার ছেলে শহিদুল, কায়ছারের ছেলে আমিনুলসহ কয়েকজন দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।