Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে বন্ধুদের সাথে খালের পানিতে সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় বংশী নদীর শাখা খালে এঘটনা ঘটে।
নিহত দিদার হোসেন (১৪) নামাগেন্ডা মহল্লার মোঃ খোকনের ছেলে। সে সাভারের নিউ ক্যামব্রিজ একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলো বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শেখ সাহাজুর রহমান জানান, খালে বন্ধুদের সাথে গোসল করতে যায় দিদার। এসময় সাঁতার কাটার একপর্যায়ে হঠাৎ সে পানির নীচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তারা আমাদের খবর দেয়। প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে দিদারের মৃহদেহটি উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ