Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরবরাহ বন্ধ হলেই ধর্মঘট ঘোষনার হুঁশিয়ারী সিলেটে তেল ব্যবসায়ীদের !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ৬:৩০ পিএম

জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ বন্ধ হলেই পেট্রোল পাম্প বন্ধ করে ধর্মঘটের হুশিয়ারী দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দ। গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে আয়োজিত এক জরুরী সভা শেষে পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সিলেট অঞ্চলে জ্বালানি তেল সংকট নিরসনে গত ২২ ফেব্রুয়ারী এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে দিয়েছিলেন সিলেটের জ্বালানি তেলের ব্যবসায়ীরা। ৭ দিনের আল্টিমেটাম শেষে নেতৃবৃন্দ পরবর্তী সিদ্ধান্তের জন্য আবারো জরুরী বৈঠকে বসেন রবিবার।
                  সভায় এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল জানান, সিলেট অঞ্চলে দীর্ঘদিন থেকে জ্বালানি তেলের সংকট রয়েছে। এমতাবস্থায় সিলেট অঞ্চলে টানা ১০ দিন ছিল অকটেন সরবরাহ বন্ধ । তিনি জানান, এমন পরিস্থিতিতে ২২ ফেব্রুয়ারী প্রশাসনের সাথে বৈঠক শেষে এক সপ্তহের সময় বেঁধে দেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কর্তৃপক্ষ।  
                সভায় জানানো হয়, ২২ ফেব্রুয়ারীর আল্টিমেটামের পর সিলেট অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তিনটি চুক্তিভূক্ত বেসরকারী প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল, পেট্রোম্যাক্রা রিফাইনারি এবং এ্যাকোয়া রিফাইনারিকে শ্রীমঙ্গল ও মোগলাবাজার ডিপোতে সড়কপথে ট্যাংকলরিযোগে অকটেন ও পেট্রোল প্রেরণের নির্দেশ প্রদান করে। সভায় জ্বালানি ব্যবসায়ীরা জানান, বিপিসির নির্দেশনার পর সিলেট অঞ্চলে জ্বালানি তেলের সংকটের সাময়িক সমাধান হয়েছে। এসময় নেতৃবৃন্দ জ্বালানী তেলের মান নিয়ে সংশয় প্রকাশ করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারি জুবায়ের আহমদ চৌধুরী জানান, সিলেট অঞ্চলে সপ্তাহে ৪ রেক অর্থাৎ ৮০ ওয়াগন জ্বালানি তেল সরবরাহ করা হলে সংকট নিরসন হবে জ্বালানি তেলের।
            তিনি জানান, সপ্তাহে ৮০ ওয়াগনে ২৮ লক্ষ লিটার জ্বালানি তেল সরবরাহ করা গেলে সংকট কমবে সিলেটে তেলের। এসময প্রশাসনের প্রতি ৩৫ লক্ষ লিটার তেল সরবরাহের আহ্বান জানান তিনি।
          পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েন সিলেটের সাংগঠনিক সম্পাদক নুরুল ওয়াছে আলতাফী বলেন, বেসরকারী প্রতিষ্ঠান নির্ভর না হয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এসজিএফএফ থেকে তেল উৎপাদন শুরু হলে ভোক্তা পর্যায়ে মান সম্মত পেট্রোল ও অকটেন সরবরাহ করা সম্ভব হবে। তিনি প্রশাসনের প্রতি এসজিএফএল- থেকে তেল উৎপাদন ও সরবরাহ করার দাবী জানান।
          বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেটের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী জুবায়ের আহমদ চৌধুরীর সঞ্চালনায় জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম ও রিয়াসাদ আজিম আদনান, সাংগঠনিক সম্পাদক নুরুল ওয়াছে আলতাফী, কার্যকারী সদস্য আখতার ফারুক লিটন, প্রচার সম্পাদক এনামুল হক রুবেল, কার্যকারী সদস্য মনিরুল ইসলাম, মোঃ রিয়াদ উদ্দিন, লোকমান আহমদ মাসুম, আফজাল হোসেন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুস্তাফিজুর রহমান চৌধুরী, জুনেদ আহমদ খোকন, আবুল কালাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ