Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিএমইএ নির্বাচন মনোনয়নপত্র জমা দিলো ‘ফোরাম’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে ফোরাম। গতকাল ফোরাম প্যানেল লিডার এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বে ফোরাম প্যানেলের সদস্যরা রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন।

বিজিএমইএ’র উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে বিজিএমইএ’র বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক এ নির্বাচনে ফোরামের প্যানেল সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ সময়, পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের জোট ‘ফোরাম’র প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদসহ জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পোশাক খাতের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে বিজিএমইএ- নির্বাচন ২০২১’এ পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে পোশাক খাতের উদ্যোক্তাদের জোট ‘ফোরাম’।
গত ১২ জানুয়ারি বিজিএমইএ’র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৪ এপ্রিল রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ