বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট পৌরসভায় প্রহসনের নির্বাচন দাবি করে পুনঃনির্বাচন চেয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রাথী অধ্যক্ষ শামসুল হক। রোববার দুপুরে নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আহ্বাহক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান মহিলা দলের নেত্রী জাহেদা কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শামসুল হক বলেন, সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা মার্কার পক্ষে শক্তি প্রদর্শন করা হয়েছে।ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধরের পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে।এ ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক মেয়র ফজলুর রহমানকে মারধরের পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
জয়পুরহাট পৌরসভায় এবার আওয়ামী লীগ-বিএনপিসহ ৫ জন মেয়র, ৭০ জন সাধারণ ও ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন। ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ভোটার ছিল ৫২ হাজার ৪৭৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।