Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইল পৌর নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীসহ আটক ৪

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৮ পিএম

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী ও এক সমর্থককে আটক করা হয়েছে। রোববার দুপুরে সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করেন কেন্দ্রের দায়ীত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন।
আটক চারজন হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক এবং নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, আটক তিন কাউন্সিলর প্রার্থী সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নিয়ে ভোটারদের লাইনে ঢুকে বিশৃঙ্খলা ও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে হৈচৈ শুরু করেন। একাধিকবার তাদের সর্তক করা হলেও তা না মানায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়েছে। পরে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ